দিল্লি ক্যাপিটালসের সব আশা শেষ। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে তারা আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল। চার নম্বর দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। যদিও দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। তবে দিল্লির আর মুম্বইকে ছাড়িয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট মুম্বইয়ের, সেখানে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট দিল্লির। শেষ ম্যাচ জিতলেও, দিল্লির পয়েন্ট ১৫-র বেশি হবে না। প্লে-অফের চারটি দল নিশ্চিত হয়ে গেলেও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কারা হবে, সেটা এখনও ঠিক হয়নি। এই নিয়ে চার দলের মধ্যে লড়াই চলবে।
আরও পড়ুন: অনেক হয়েছে, এখন ওর বিশ্রাম নেওয়া উচিত… ধোনির অবসর নিয়ে চাঁচাছোলা বার্তা ২০০৭ বিশ্বকাপজয়ী দলের হিরোর
গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের এখনও ২টি করে ম্যাচ বাকি। আর মুম্বইয়ের একটি ম্যাচ বাকি থাকল। শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট এখন ১৮। আরসিবি এবং পঞ্জাবের পয়েন্ট ১৭ করে। আর মুম্বইয়ের ১৬। তবে মুম্বইয়ের রানরেট অন্য দলগুলির চেয়ে ভালো। মুম্বই গুজরাটকে না ছুঁতে পারলেও, আরসিবি, পঞ্জাবকে স্পর্শ করতে পারবে। সেক্ষেত্রে অবশ্য তাদের শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে হারাতে হবে। এবং পঞ্জাব আর আরসিবি-কে তাদের বাকি ২টি ম্যাচেই হারতে হবে। এখন দেখার, কোনও দল কোন পজিশনে শেষ করে!
আরও পড়ুন: সংশয়ই সত্যি হল, ইডেন থেকে শেষমেশ আমেদাবাদেই সরল IPL 2025-এর ফাইনাল, মুল্লানপুরও হল লাভবান
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১২ ম্যাচে ৯টি জয়, ৩টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.৭৯৫)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
৩) পঞ্জাব কিংস- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৩৮৯)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১৩ ম্যাচে ৮টি জয়, ৫টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +১.২৯২)
৫) দিল্লি ক্যাপিটালস- ১৩ ম্যাচে ৬টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট -০.০১৯)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
৭) লখনউ সুপার জায়ান্টস- ১২ ম্যাচে ৫টি জয়, ৭টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৫০৬)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১২ ম্যাচে ৪টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৯ পয়েন্ট (নেট রানরেট -১.০০৫)
৯) রাজস্থান রয়্যালস- ১৪ ম্যাচে ৪টি জয়, ১০টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট -০.৫৪৯)
১০) চেন্নাই সুপার কিংস- ১৩ ম্যাচে ৩টি জয়, ১০টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.০৩০)