চাকরিহারা শিক্ষকদের ডাকা এসএসসি অভিযানের আগেই তৎপর হল পুলিশ। সোমবার ভোরে হুগলির সপ্তগ্রামের বাসিন্দা সুমন বিশ্বাসকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। তিনি যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ এবং ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ’-এর আহ্বায়ক। এদিনের অভিযানের ডাকও তিনিই দিয়েছিলেন। কিন্তু, তার আগেই সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: প্রথমদিনেই ১০,০০০-র বেশি আবেদন, ‘পরীক্ষা দিতেই হবে’, SSC নিয়ে বার্তা ব্রাত্যের
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে একটি অডিয়ো ক্লিপ সামনে আসে যেখানে আন্দোলনের নামে অশান্তি, এমনকি পুলিশকে লক্ষ্য করে বোমা মারার হুমকি শোনা যায়। সেই রেকর্ডিং নিয়েই শুরু হয় তীব্র জল্পনা। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার রবিবার ওই অডিয়ো প্রকাশ্যে এনে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলনের কথা থাকলেও, পুলিশ নিশ্চিত হয়েছে গণ্ডগোলের পরিকল্পনা রয়েছে। তার পরই ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিশাল পুলিশবাহিনী সুমনের বাড়িতে পৌঁছে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ দরজা খুলতেই খাটের তলা থেকে আলমারি সব জায়গায় তল্লাশি চালায়। তবে সুমনকে না পেয়ে ফিরে যায় বাহিনী। পরে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এ প্রসঙ্গে সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষককে চোর ধরার মতো আচরণ করে অপমান করা হচ্ছে। তাঁর ভাই শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। অসুস্থ মা-বাবা, স্ত্রী-সন্তানদের সামনে এভাবে হেনস্থা করা হল কেন?
অন্যদিকে, আন্দোলনকারীদের দাবি, ভাইরাল হওয়া অডিয়োর সঙ্গে যোগ্য চাকরিপ্রার্থীদের কোনও সম্পর্ক নেই। সুমন নিজেও আগের দিন বলেছিলেন, ওই কণ্ঠস্বর তাঁর নয়। বরং আন্দোলন ভাঙতে ষড়যন্ত্র চলছে। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ। অডিয়ো যারই হোক, পুলিশ তদন্ত করে দেখুক। কিন্তু সেই অজুহাতে মূল আন্দোলন রোখার চেষ্টা হলে তা মানা যায় না।
উল্লেখ্য, সুমন বিশ্বাস বর্তমানে নদিয়ার বেথুয়াডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহশিক্ষক। এসএসসি নিয়োগে অনিয়ম নিয়ে আন্দোলনে তিনি বহুদিন ধরেই সক্রিয়। আজকের অভিযানের ডাক দেওয়ার পর তাঁর আটক হওয়া আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, হিংসার ছক ভেসে ওঠার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ।