পুরসভা নির্বাচন নিয়ে তৃণমূলের মনিটরিং কমিটি। শিলিগুড়িতে সেই মনিটরিং কমিটিতে দলের রাজ্য, জেলা, টাউনস্তর মিলিয়ে মোট সাতজনের নাম রয়েছে। কিন্তু সেই কমিটিতে নাম নেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের। দলের প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারের নামও নেই এই কমিটিতে। এদিকে পুর নির্বাচনের আগে দলের এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে গৌতম দেবের নাম না থাকা নিয়ে স্বাভাবিকভাবে নানা চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। প্রশ্ন উঠছে তবে কী প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের গুরুত্ব ক্রমেই ফুরিয়েছে দলের অন্দরে? নাকি কোন্দল এড়াতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এদিকে জেলা নেতৃত্বের দাবি, রাজ্য কমিটির নির্দেশেই মনিটরিং কমিটি করা হয়েছে।তবে তাঁদের সঙ্গে আলোচনা করেই সংগঠন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুই নেতা দলীয় সিদ্ধান্ত নিয়ে বিশেষ কিছু বলতে চাননি।এদিকে দল সূত্রে খবর, গত সোমবার শিলিগুড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি পুরসভা ভোটের আগে দলের নানা দিক সম্পর্কে খোঁজখবর নেন। এরপর কলকাতায় ফিরে তিনি মনিটরিং কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর মনিটরিং কমিটি তৈরির জন্য ১৫জনের নাম ওপরমহল থেকে চাওয়া হয়েছিল। এরপর সাতজনকে নিয়ে কমিটি করা হয়। দলের ৪৭টি ওয়ার্ডে এই কমিটি দলকে আরও শক্তিশালী করার কাজ করবে। পাশাপাশি দলের বিভিন্ন স্তরের সঙ্গে সমণ্বয় রক্ষা করবে এই কমিটি।