দু’জনেই স্বামী–স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বলে প্রতিবেশীদের অভিযোগ। দু’জনের সহবাসের সম্পর্ক নিয়ে পাড়ায় জোর চর্চাও তৈরি হয়েছিল। তখন থেকেই ওই যুগলকে হাতেনাতে ধরার অপেক্ষায় ওৎ পেতে ছিলেন তাঁরা। বুধবার মাঝরাতে সেই সুযোগ আসতেই প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়েন।
পরকীয়ায় লিপ্ত যুগলকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করা হয়। প্রতীকী ছবি।
পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ভিনধর্মী মহিলার সঙ্গে সহবাস করতে মাঝরাতে প্রেমিকার বাড়িতে হাজির আসতেন তিনি। এটাই প্রতিবেশীরা কয়েকদিন ধরে লক্ষ্য করে বুঝতে পারেন। আর তারপরই বুধবার মাঝরাতে পরকীয়ায় লিপ্ত যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তখন গ্রামের বাড়ি থেকে টেনে বের করে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে নদিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
নদিয়ার তেহট্ট এলাকা থেকে ওই যুগলকে মারধরের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই মহিলাও বিবাহিত। বিজেপি কর্মীও বিবাহিত। কিন্তু তাঁরা স্বামী–স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে পরকীয়া সম্পর্ক বজায় রেখেছিলেন। আর প্রায়ই সহবাস করতেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে এদিন এই মারধরের ঘটনায় সব প্রকাশ্যে এসে গেল। যখন তাঁদের ধরা হয়েছিল তখন তাঁদের গায়ে একটি সুতোও ছিল না বলে প্রতিবেশীরা জানাচ্ছেন।