নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তাল নিউ টাউনের যাত্রাগাছির বিবেকানন্দ পল্লি এলাকা। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। গোটা ঘটনায় আটক অভিযুক্ত সঞ্জয় হালদার।
আরও পড়ুন - পাচারের সময় নদিয়া সীমান্তে উদ্ধার আজব প্রাণী, জানেন এর নাম কী?
পড়তে থাকুন - অপেক্ষা আর কয়েক দিনের, ভারতের আরও ৬০০ কিমি কাছে চলে আসবে আফ্রিকা
পরিবারের অভিযোগ, যাত্রাগাছি বিবেকানন্দ পল্লি এলাকায় বাড়িতে যখন একা থাকতো ১৬ বছরের নাবালিকা। ফাঁকা বাড়িতে মাঝেমধ্যেই ঘরে ঢুকে পড়ত প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার। শুক্রবার মেয়েটি তার মায়ের কাছে জানায় সঞ্জয় হালদার বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে। এরপরই নাবালিকার মেডিকেল পরীক্ষা করায় পরিবার। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে সঞ্জয় হালদারের বাড়িতে। বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবশেষে ঘটনাস্থল থেকেই সঞ্জয় হালদার কে আটক করে পুলিশ।
আরও পড়ুন - পদ হারিয়ে বেকায়দায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত, হতে পারে ২ বছরের জেল
নির্যাতিতার মা জানিয়েছেন, আমরা সকালে কাজে বেরিয়ে যাই। মেয়ে বাড়িতে একা থাকে। তখনই বাড়িতে ঢুকে মুখ চাপা দিয়ে মেয়েকে ধর্ষণ করেছে সঞ্জয়। এমনকী সেকথা কাউকে বললে অ্যাসিড ঢেকে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে সে। সেই ভয়ে মেয়ে মুখ বন্ধ করে ছিল। আজ আমাকে ঘটনার কথা জানায় সে।