কসবা কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এই ঘটনার পর শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ির কলেজগুলোও আর ঝুঁকি নিতে চাইছে না। নিরাপত্তা বাড়াতে এবার আরও বেশি করে নজরদারি চালাতে উদ্যোগী হল শহরের একাধিক কলেজ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব জায়গায় এখনও সিসিটিভি নেই, সেসব জায়গায় অবিলম্বে ক্যামেরা বসানো হবে। আর যেসব কলেজে ক্যামেরা আছে, সেগুলো আপডেট করে আরও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কসবা গণধর্ষণকাণ্ডে এবার পুলিশের নজরে অপর এক TMCP নেতা, গভীর রাতে নির্যাতিতাকে আবার ফোন করেছিল মনোজিৎ
শিলিগুড়ির নামী কলেজগুলোতে জেলার বাইরের বহু ছাত্রছাত্রী পড়তে আসেন। কিন্তু অধিকাংশ কলেজেই এখনও পর্যন্ত নজরদারির জন্য পর্যাপ্ত ক্যামেরা নেই। ফলে বিভিন্ন কোণা-ঘুপচি নজরদারির বাইরে রয়ে যায়। এই পরিস্থিতি আর রাখতে চায় না কলেজ কর্তৃপক্ষ। এখন থেকে তারা চাইছেন কলেজ চত্বরের প্রতিটি অংশ ক্যামেরার নজরদারির আওতায় আনা হোক। ক্লাসরুম, করিডোর, ক্যান্টিন, লাইব্রেরি থেকে শুরু করে প্রবেশদ্বার বা বাইরের গেট সব জায়গাতেই নজরদারি নিশ্চিত করতে হবে।
পড়ুন: আরও বিপাকে কসবা গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ, এবার কী হবে?
এই প্রসঙ্গে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ খুবই চিন্তিত। কলেজে যেসব জায়গায় এখনও ক্যামেরা বসানো হয়নি, সেখানে দ্রুত আরও প্রায় ৭০টি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। যাতে কলেজের প্রতিটি কোনা-কানাচে নজর রাখা যায়। খুব শিগগিরি কাজ শুরু হয়ে যাবে।