বঙ্গ রাজনীতিতে বেলাগাম মন্তব্যের জন্য বহুবার শিরোনামে এসেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি। কখনও বিরোধী সাংসদ-বিধায়কের উদ্দেশে কড়া ভাষা, কখনও আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও কদর্য মন্তব্য করেছেন তিনি। এমনকি সম্প্রতি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেন রহিম। কিন্তু এবার ভিন্ন ছবি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কড়া বার্তা দেওয়ার পর হঠাৎই সুর নরম করলেন মালদার এই নেতা।
আরও পড়ুন: জামিনে মুক্তি পেতেই হামলা তামন্না খুনে অভিযুক্তের আত্মীয়দের ওপর, কাঠগড়ায় CPM
শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রকাশ্যে রহিম জানালেন, বিরোধীদের উদ্দেশে করা তাঁর অতীতের মন্তব্য তিনি প্রত্যাহার করছেন।তৃণমূলের অন্দরমহলের খবর, অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতর থেকেই সম্প্রতি বার্তা পাঠানো হয়েছিল বকসিকে। একাধিক জনসভায় লাগাতার অশালীন মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে তা মোটেই মেনে নেওয়া হবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয় তাঁকে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে তাই আপাতত নিজের জিভে রাশ টানতে শুরু করেছেন রহিম বকসি। রহিমের দাবি, যদি কোথাও অপ্রয়োজনীয় কিছু বলে থাকেন সেই মন্তব্য তিনি বহু আগেই প্রত্যাহার করেছেন। পুরনো প্রসঙ্গের পুনরাবৃত্তি আর করবেন না। তবে যারা রাজ্যে অশান্তি ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বারবার সমর্থন করেছেন, ২০২৬ সালেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তৃণমূল ক্ষমতায় ফিরবে।