
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৪ বছর আগে শিলদায় মাওবাদী হানা প্রাণ গিয়েছিল ২৩ জওয়ানের। মঙ্গলবার সেই মামলায় রায় দিয়েছে আদালত। সেই রায়ে আদালত ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। দু'দিন ধরে আদালত সাজা ঘোষণা করেছে। দোষীদের ২৩ জনেই আমৃত্যুর সাজা দিয়েছে আলাদত। যে দিন এই মামলায় শেষে সাজা ঘোষণা করেছে আদালত, তার ঠিক পরদিনই ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী। স্মরণ করছেন সেই রক্তাক্ত দিনগুলির কথা। যদিও শিলদা নিয়ে আলাদা করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, জঙ্গলমহলে সেই সব দিনগুলি যাতে আর ফিরে না আসে তা নিয়ে জনগণকে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, 'খুনোখুনি আর নয়, অনেক রক্ত ঝরেছে এখানে। এবার উন্নয়ন করতে হবে। একসময় ঝাড়গ্রামে রক্ত ঝরত। আমি তখন পথে পথে ঘুরতাম । আর যেন রক্ত না ঝরে। রক্ত মানুষ বাঁচাতে কাজে লাগুক ।'
আরও পড়ুন। দ্বন্দ্ব–অসন্তোষ মেটাতে হবে, পুরুলিয়ায় মলয় ঘটককে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
ঝাড়গ্রামে হাতির হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, হাতির হামলায় মৃত্যু হলে ৫ লক্ষ টাকা আরেকটা চাকরি পরিবারের সদস্য। ইতিমধ্যে ৭৫০ জনকে ফরেস্টে চাকরি দিলাম। ১২ হাজার টাকা করে মাইনে পাবে। হাতিকে আমি ভালোবাসি। হাতি আমাদের সাথী। কিন্তু মানুষ যদি ভুল করে হাতির গায়ে হাত দিয়ে ফেলে শোরগোল পড়ে যায়। হাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বনের ফেনসিং যাতে ভালো করে করতে হবে, এটা নিয়ে আলোচনা হবে। আমাদের এখানে ঝাড়খণ্ড, নেপাল থেকে হাতি চলে আসে।
আরও পড়ুন। ‘গরিবদের বাড়ি তৈরি করে না দিলে কী করি দেখে নেবেন’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি মমতার
আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ২৪১টি আশ্রম হস্টেল, ৩০ টি সেন্ট্রাল হস্টেল তৈরি করেছি। আগে হস্টেলের খাবার খরচ ১ হাজার টাকা দেওয়া হত, এখন ১৮০০ টাকা করা হল।
ঝাড়গ্রামের ছেলেমেয়েরা তিরন্দাজিতে নিয়ে আবারও প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখান কারা ছেলেমেয়েদের জন্য আর্চারি অ্যাকাডেমি করে দিয়েছি। আমার বিশ্বাস, এখানকার ছেলেমেয়োরা অলিম্পিক্সে যাবে। আমি জানি তিরন্দাজিতে আদিবাসীদের ধারে পাশে কেউ নেই। আমি চাই আপনারা অলিম্পিক্স জিতুন।
আরও পড়ুন। কয়েক ঘণ্টা আগে গ্রেফতার শাহজাহান, ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় তা নিয়ে নীরবই রইলেন মমতা
6.88% Weekly Cashback on 2025 IPL Sports