বাংলাদেশি নাগরিক সন্দেহে ফের মুম্বইয়ে বাঙালি আটক। হাওড়ার উলুবেড়িয়ায় এক এক যুবককে বুধবার মুম্বই পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। বাণীবনের বাসিন্দা ওই যুবকের নাম মিজানুর মিস্ত্রি। অভিযোগ, তাঁর ভোটার কার্ড ও আধার কার্ড দেখানো সত্ত্বেও স্থানীয় পুলিশ তা মানেনি। তাঁকে থানায় আটকে রাখে। মুক্তি পেতে শেষ পর্যন্ত হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হয় তাঁর পরিবার। অবশেষে বৃহস্পতিবার যথাযথ নথিপত্র যাচাইয়ের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়ি ফেরার পথে রয়েছেন বলে জানা গিয়েছে। আরও অভিযোগ উঠেছে, মুক্তির সময় মুম্বই পুলিশ তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে।
আরও পড়ুন: কালীঘাটে ধৃত বাংলাদেশি কীভাবে পেলেন ‘খাঁটি ভারতীয়’ ড্রাইভিং লাইসেন্স?
সূত্রের খবর, মিজানুর এবং তাঁর দাদা রাজ্জাক দীর্ঘদিন ধরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় দর্জির কাজ করতেন। কিছুদিন আগে রাজ্জাক হাওড়ায় ফিরে এলেও মিজানুর সেখানেই ছিলেন। বুধবার হঠাৎ মুম্বই পুলিশ তাঁকে আটক করে এবং নাগরিকত্বের প্রমাণ চাই। মিজানুর ভোটার কার্ড ও আধার কার্ড দিলেও, তা পুলিশ গ্রাহ্য করেনি বলে তাঁর পরিবারের দাবি। পরে বিষয়টি তিনি ফোনে দাদাকে জানান।রজ্জাক দ্রুত হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সহযোগিতা চান।
হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানান, মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে মিজানুর মিস্ত্রির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি উলুবেড়িয়ার বাসিন্দা, এ ব্যাপারে প্রমাণ দেওয়া হয়েছে। এরপরই তাঁকে মুক্তি দেয় মুম্বই পুলিশ। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, একজন ভারতীয় নাগরিককে শুধু সন্দেহের বশে আটক করে রাখা এবং পরিচয়পত্র অগ্রাহ্য করা মেনে নেওয়া যায় না। তার উপর মুক্তির জন্য টাকা নেওয়ার অভিযোগ গুরুতর।