কীভাবে রেশন কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণ করবেন? দেখে নিন উপায়
1 মিনিটে পড়ুন Updated: 14 Jun 2021, 06:02 PM IST- -এ যান।
২) বাঁ-দিকের মেনুতে 'Ration Card'-এ ক্লিক করুন।
৩) 'Apply Online'-তে যান।
৪) তারপর 'Apply for updating Aadhaar No. and Mobile No. for already existing Digital Ration Card Submit'-কে ক্লিক করুন।
৫) প্রয়োজনীয় তথ্য দিন এবং আধার কার্ডের কপি আপলোড করে 'Submit' করে দিন।
নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে)
উপভোক্তাকে নিজের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর নিয়ে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে নিয়ে যান। সেখানেও সংযুক্ত করতে পারেন। সহায়তা কেন্দ্রের অপারেটরকে আধার নম্বর এবং মোবাইল নম্বর দিলে তিনিই সংযুক্তিকরণ করে দেবেন।