গতবছরের রেকর্ড ভাঙল এবারের গঙ্গাসাগর মেলা। মেলায় এখনও পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ তীর্থযাত্রী এসেছেন। তার মধ্যে সবথেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং প্রতিবেশী দেশ নেপাল থেকে। মাঘী পুর্ণিমা পর্যন্ত পুণ্যস্নান চলবে। সেক্ষেত্রে আরও বহু তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসবেন বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মেলায় আসা তীর্থযাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চারজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। মোট ৯ জনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার নানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, গঙ্গাসাগর মেলা কর্মসূচি সফল হয়েছে। আর এবার সব রেকর্ড ছাপিয়ে পুণ্যার্থীর সংখ্যাও ১ কোটি ছাড়িয়ে গিয়েছে।
এদিকে ২০২৫ সালের গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হবে বলে আগেই দাবি করেছিল রাজ্য সরকার। আর বুধবার দিনই সংখ্যাটা ১ কোটি ছুঁয়ে ফেলল। অরূপ বিশ্বাস বলেন, ‘সেই সংখ্যা পার হয়েছে। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী এবার পূণ্যস্নান করে গিয়েছেন গঙ্গাসাগরে। তবে এত ভিড়ের মধ্যেও ভক্তদের সুরক্ষায় কড়া নজর রেখেছিল রাজ্য সরকার। কারও কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ করা হয়েছে।’ গঙ্গাসাগর মেলার শেষে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সোচ্চার হন অরুপ বিশ্বাস। একহাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও। রাজ্য এই মেলা নিয়ে কেন্দ্রের সঙ্গে কোনও যোগাযোগ করেনি বলে মন্তব্য করেন সুকান্ত। তার পরিপ্রেক্ষিতেই পালটা আক্রমণ অরুপ বিশ্বাসের। মন্ত্রীর বক্তব্য, ‘রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিক নেই।’
আরও পড়ুন: সংবিধান সংস্কারের খসড়া প্রতিবেদন জমা পড়ল, সবটা মানবে বাংলাদেশের ইউনুস সরকার?