শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে শোরগোল পড়তেই এক বছর আগেকার একটি পুরনো ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। ভিডিয়োতে তিনি দাবি করেছিলেন, প্রাথমিকে চাকরির জন্য ১২ -১৩ লক্ষ টাকা, উচ্চ প্রাথমিকে চাকরির জন্য ১৮ লক্ষ টাকা এবং নবম-দশমে চাকরির জন্য ২৫ লক্ষ টাকা দিলেই শিক্ষকতার চাকরি মিলবে। সেই ভিডিয়োর সত্যতা স্বীকার করে নিয়েছেন উপেন বিশ্বাস।
ভিডিয়োতে তিনি দাবি করেছিলেন, এই দুর্নীতি চক্রের সঙ্গে রঞ্জন নামে উত্তর ২৪ পরগনার বাগদার এক বাসিন্দা জড়িত রয়েছে। রঞ্জনের আসল পরিচয় ভিডিয়োতে না জানালেও রঞ্জন এলাকায় খুবই জনপ্রিয় বলেই জানিয়েছিলেন উপেন বাবু । তিনি অভিযোগ করেছিলেন, রঞ্জন টাকার বিনিময়ে বহু লোকের চাকরি করে দিয়েছেন। প্রসঙ্গত, উপেন বিশ্বাস রাজনীতিতে আসার আগে সিবিআই আধিকারিক ছিলেন। পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদকে গ্রেফতার করেছিলেন উপেন বিশ্বাস। তিনি দাবি করেছেন, এক সেনা কর্মীর কাছ থেকে প্রথমে টাকা দিয়ে চাকরির বিষয়টি জানতে পারেন। প্রথম দিকে সে কথা বিশ্বাস করেননি তিনি। পরে অবশ্য তিনি জানতে পারেন উত্তর ২৪ পরগনা, বনগাঁ, বাগদা প্রকৃতি এলাকার অনেককেই টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছিলেন এই রঞ্জন। এমনকি একই পরিবারের ৯ জনকে চাকরি করিয়ে দিয়েছিলেন বলেও শোনা গিয়েছে তার ভিডিয়োতে। প্রসঙ্গত, বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাল ভোটে জিতে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন উপেন। পরে ২০২১ সালের এপ্রিল মাসে তিনি তৃণমূল ছেড়ে দেন। তারপরেই তিনি এই ভিডিয়োটি পোস্ট করেছেন বলে জানা গিযেছে।