মুর্শিদাবাদ জেলার সাম্প্রতিক হিংসা–অশান্তির ঘটনার পর থেকে বেশ সতর্ক দৃষ্টি রেখেছে রাজ্য গোয়েন্দা দফতর (আইবি)। মুর্শিদাবাদে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্তে নেমে যে তথ্য পেয়েছেন তাতে বহিরাগতদের হানা বলে তাঁদের দাবি। সেটা যদি সত্যিই হয় তাহলে যে কোনও জায়গায় অবৈধ পথে ঢুকে আততায়ীরা বা জঙ্গিরা হামলা চালাতে পারে। পহেলগাঁও হামলার ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই আবহে আজ, বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথধামের দ্বারোদঘাটন হবে। উদ্বোধন হবে মন্দিরের। সেখানে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে জেলার পুলিশ সুপার, এসটিএফ এবং সিআইডি কর্তাদের সতর্ক করল রাজ্য গোয়েন্দা দফতর।
এই সতর্কবার্তা পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশের শীর্ষ কর্তারা। কারণ দিঘায় এখন মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভিভিআইপি’দের সমাবেশ ঘটেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ওখানে। রাজ্যের আরও হেভিওয়েট মন্ত্রীরা রয়েছেন। আমন্ত্রিত রয়েছেন আরও বেশ কিছু ভিভিআইপি। সুতরাং সেখানে কিছু ঘটলে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তবে সেখানে আছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার–সহ শীর্ষ পুলিশ অফিসাররা। তাঁরা নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেছেন এবং এই সতর্কবার্তা পাওয়ার পর আরও কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন: ‘একজন দলিত মানুষকে এমন সুযোগ দেওয়ায় মুখ্যমন্ত্রীকে প্রণাম’, দিঘা যাবেন মনোরঞ্জন
এই রাজ্যে সম্প্রতি একাধিক জঙ্গি ধরা পড়েছে। তবে তারা বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছিল। উপকূল এলাকা দিয়েই তারা প্রবেশ করেছিল নাশকতার উদ্দেশে। তারপর শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং বিপুল কার্তুজ–সহ ধরা পড়ে দুই অস্ত্র কারবারি এবং বিরাটি থেকে গ্রেফতার করা হয় একজন পাকিস্তানের নাগরিককে। এইসব ঘটনার পর কোনও ঝুঁকি নিতে চান না গোয়েন্দারা। তাই সতর্কবার্তা জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য অনুযায়ী বাংলায় জঙ্গি হামলা হতে পারে। তাই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর তাতেই চাপ বেড়েছে রাজ্য পুলিশ–প্রশাসনের। আরও তৎপরতা তাই বেড়েছে।
ঠিক কী বলা হয়েছে সতর্কবার্তায়? জঙ্গিরা বরাবরই যেখানে জনসমাগম হয় সেখানে নাশকতা করার ছক কষে। যদি তা করতে পারে তাহলে প্রচুর মানুষের প্রাণ যায়। আর না পারলে ধরা পড়ে। সেখানে রাজ্য গোয়েন্দাদের সতর্কবার্তা, ‘পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বহুদিন ধরেই ভারতে জঙ্গি হামলা চালাতে উদগ্রীব হয়ে রয়েছে। এবার জঙ্গিদের নিশানায় রয়েছেন বাংলার নামী রাজনীতিবিদ থেকে শুরু করে বিখ্যাত ধর্মগুরু ও আধ্যাত্মিক ব্যক্তিরা।’ এই সতর্কবার্তায় সরাসরি দিঘার নাম উল্লেখ করা হয়নি ঠিকই তবে সতর্ক থাকতে বলা হয়েছে। যা নিয়ে পুলিশ এখন কড়া নজরদারি চালাচ্ছে।