বিজেপি পঞ্চায়েত সদস্যের মায়ের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়াল। রেল স্টেশনের কাছে ঝোপ থেকে বছর ৪৬-এর ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির মাল ব্লকের। মৃত মহিলার নাম গোপালী রায়। দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন শৌচকর্মের জন্য। পরে সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃত মহিলার শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন থাকায় খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সামশেরগঞ্জে টোটোচালককে খুনের অভিযোগ, উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ, তদন্তে পুলিশ
জানা গিয়েছে, ওই মহিলা মাল ব্লকের নেওড়া গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বড় ছেলে বিশাল রায় হলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। ফলে মৃত মহিলা বিজেপির পঞ্চায়েত সদস্যের মা হওয়ায় এর পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে সন্দেহ পরিবারের সদস্যদের।
স্টেশনের পাশে অবস্থিত একটি ঝোপ থেকে শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরে তিনি শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু, আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্টেশনের কাছে ওই ঝোপ থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।
মহিলার শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন থাকার পাশাপাশি তাঁর মুখে রক্ত ছিল। ইতিমধ্যেই এই ঘটনায় মালবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মহিলার ছেলে তথা বিজেপির পঞ্চায়েত সদস্য বিশাল রায়। পুরো ঘটনায় মালবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে মৃত মহিলা বিজেপি সদস্যের মা হওয়ায় তদন্ত অন্য মাত্রা পেয়েছে।