বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চাষ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক কৃষক। দীর্ঘ খোঁজাখুঁজির পর মিলল তাঁর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত দেবীপুর চরে। মৃত কৃষকের পরিবার বিস্ফোরক অভিযোগ তুলে বলেছে, বিএসএফের গাফিলতিতেই এই মৃত্যু। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম নাসিরুদ্দিন শেখ। বয়স আনুমানিক ৫০।
আরও পড়ুন: মালদায় মাঠ থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় তরুণীর রক্তাক্ত দেহ, খুন, নাকি অন্য কিছু?
জানা গিয়েছে, নাসিরুদ্দিন জগতাই ১ নম্বর পঞ্চায়েতের দেবীপুর গ্রামের বাসিন্দা। প্রতিদিন ভোরে সীমান্তের চর অঞ্চলে জমিতে চাষ করতে যেতেন। নিয়ম করে, মঙ্গলবার ভোরেও তিনি দেবীপুরের সীমান্তবর্তী এলাকায় চাষ করতে যান এবং আগের মতোই বিএসএফ ক্যাম্পে নিজের যাবতীয় পরিচয়পত্র জমা দেন। পরিবার সূত্রে খবর, সাধারণত তিনি সকাল সাড়ে এগারোটার মধ্যেই বাড়ি ফিরতেন। কিন্তু ওইদিন সময় পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিএসএফ ক্যাম্পে গিয়ে খোঁজ নেয়। সেখানে জানানো হয়, সকাল ১১টা ৪৬ মিনিটে নাসিরুদ্দিন চর থেকে বেরিয়ে গিয়েছেন এবং রেজিস্টার থেকে তাঁর নাম কেটে দেওয়া হয়েছে।
এই বক্তব্যে আশ্বস্ত না হয়ে পরিবার সুতি থানায় অভিযোগ জানায়। থানা থেকে সঙ্গে সঙ্গে বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ দেবীপুর চর এলাকা থেকেই উদ্ধার হয় নাসিরুদ্দিন শেখের দেহ। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের দাবি, বিএসএফের নজরদারিতে ঘাটতি না থাকলে এই দুর্ঘটনা ঘটত না। তাঁদের আরও অভিযোগ, গাফিলতি ও অবহেলার জেরেই প্রাণ গেল এক নিরীহ কৃষকের। ঘটনায় গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ নিয়ে নিরাপত্তার প্রশ্ন আবারও উঠে এল এই ঘটনায়।