সামনেই রয়েছে পরীক্ষা। তার আগে ছাত্রীদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ঝাড়গ্রামের বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্দেশে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ছাত্রীরা। যদিও কী কারণে হস্টেল ছাড়ার নির্দেশ সে বিষয়টি স্পষ্ট করেননি কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ ছাত্রীদের শুধু জানিয়েছেন, ওপর তলা থেকে নির্দেশ এসেছে। তবে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে মেনে নিতে চাইছেন না ছাত্রীরা। তাঁরা হস্টেল ছাড়তে অস্বীকার করেছেন। (আরও পড়ুন: বিতর্কের ধুলো উড়তেই তৈরি ঝাঁটা, ওয়াকফ সংশোধনীর জন্যে গড়া হচ্ছে 'স্পিডব্রেকার')
আরও পড়ুন: হস্টেলের খাবারে ব্লেড! পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত ওসমানিয়া বিশ্ববিদ্যালয়
জানা যাচ্ছে, মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় কমিটি গতকালই নির্দেশ দিয়েছে তাই খালি করে দিতে হবে লেডিস হস্টেল। কলেজের অধ্যক্ষ নিজেই ছাত্রীদের একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, লেডিস হস্টেল খালি করে ছাত্রীদের চলে যেতে হবে। পরীক্ষার মুখে এই নির্দেশে দিশেহারা ছাত্রীরা। মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের ছাত্রীদের গতকালই লেডিস হস্টেল ছেড়ে দিতে বলেন প্রিন্সিপ্যাল। জানা যাচ্ছে, এই নির্দেশ কলেজের ম্যানেজিং কমিটির। যদিও ছাত্রীরা হস্টেল ছাড়তে অনড়। তাঁদের বক্তব্য, অনেকের বাড়ি কলেজ থেকে বহু দূরে। ফলে কীভাবে তাঁরা যাতায়াত করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। (আরও পড়ুন: ভিসা দেয় না ভারত, এহেন বাংলাদেশের পাসপোর্ট বিশ্বতালিকায় কত নম্বরে?)
আরও পড়ুন: পরকীয়া সন্দেহে ১৩ বছর ছোট স্ত্রীকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে খুন বেকার ইঞ্জিনিয়ারের
আরও অভিযোগ, মানিকপাড়া কলেজে ছাত্রীদের থাকার হস্টেলে কোনও সিকিউরিটি গার্ড নেই। আগে দুজন সিকিউরিটি গার্ড ছিল। তবে বর্তমানে একজনও সিকিউরিটি গার্ড নেই। কলেজ সূত্রে জানা যাচ্ছে, টাকার অভাবে গার্ড রাখা যায়নি। সেই কারণে কলেজের ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে সিকিউরিটি গার্ড না থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে ম্যানিজিং কমিটি সূত্রে জানা গিয়েছে। সেইমতো প্রিন্সিপ্যাল ছাত্রীদের হস্টেল খালির নির্দেশ দেন। যদিও ছাত্রীরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাঁদের বক্তব্য, এতদূর থেকে এসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ফলে তাঁরা হস্টেল ছাড়তে অস্বীকার করছেন। তবে প্রিন্সিপ্যাল জানান, ছাত্রীদের জন্য তিনি বিকল্প ব্যবস্থা করবেন। ইতিমধ্যেই দুজন ছাত্রীকে ইতিমধ্যেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।