এদিন কলেজ থেকে ফিরতে বাস ধরতে তরুণী দাঁড়ান সাঁইথিয়ার তালতলা মোড়ে। তখন ওই ছাত্রীর পিছু নেয় ওই যুবক। প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা পত্রপাঠ খারিজ করে দেন। তখনই অভিযুক্ত যুবক নাজিবুল হক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। একটি মিষ্টির দোকানের মালিক ছুটে আসেন তরুণীকে বাঁচাতে। তাঁকেও কোপায় নাজিবুল।
রাস্তায় কলেজ ছাত্রীকে কোপায় যুবক।
আবার উসকে উঠল সুশান্ত–সুতপার স্মৃতি। কারণ এবারো প্রায় একই ঘটনা ঘটল। শুধু তরুণী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আর সুতপা খুন হয়েছিলেন। আজ, বুধবার প্রকাশ্য দিবালোকে রাস্তায় কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়া এলাকায়। অভিযোগ, এক যুবক তরুণীকে কোপাতে থাকে। আর ওই তরুণীকে বাঁচাতে গেলে এক দোকানদারের উপরও কোপ বসিয়ে দেয় আক্রমণকারী যুবক। আজ, বুধবার বিকেলের এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, ওই তরুণী কলেজ থেকে ফেরার সময় প্রেম প্রস্তাব পান যুবকের কাছ থেকে। সেটি তরুণী প্রত্যাখ্যান করতেই হামলা নেমে আসে। তরুণীর চিৎকারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখনও তাঁর চিকিৎসা চলছে। এই যুবক তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। আর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ওই যুবক কোনও কথা স্বীকার করছে না। এই ঘটনায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। তাকে আটক করা হয়েছে। এই কাণ্ডের কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তরুণীর উপর আক্রমণ করল ওই যুবক? এই প্রশ্নের উত্তরে ওই যুবককে বলতে শোনা যায়, ‘আমার মনে পড়ছে না!’ এই যুবক আবার এক দোকানদারকেও কোপায়। যখন ওই দোকানদার তরুণীকে বাঁচাতে গিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাত–পায়ে আঘাত লেগেছে। মিষ্টির দোকানের দোকানি চোট পেয়েছেন হাতে। তাঁকে নিয়ে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজে।
আর কী জানা যাচ্ছে? এদিন কলেজ থেকে ফিরতে বাস ধরতে তরুণী দাঁড়ান সাঁইথিয়ার তালতলা মোড়ে। তখন ওই ছাত্রীর পিছু নেয় ওই যুবক। প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা পত্রপাঠ খারিজ করে দেন। তখনই অভিযুক্ত যুবক নাজিবুল হক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। পরিস্থিতি বেগতিক দেখে পাশের একটি মিষ্টির দোকানের মালিক ছুটে আসেন তরুণীকে বাঁচাতে। তাঁকেও কোপায় যুবক নাজিবুল। ওই মিষ্টির দোকানির নাম গোলক বাটি। এই ঘটনাই ২০২২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে একইরকম ঘটনা ঘটেছিল। রাস্তায় সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিলেন সুশান্ত চৌধুরী। সেই ঘটনায় সম্প্রতি সুশান্তকে ফাঁসির সাজা শুনিয়েছে নিম্ন আদালত। আবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল বীরভূমে।