লোকসভা নির্বাচন বেশি করে আসন জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। তার জন্য মাঠে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের রণকৌশল ঠিক করতে জেলায় জেলায় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। আর এবার কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে তা নিয়ে প্রধানদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানদের প্রচার করার বার্তা দিলেন অভিষেক।
আরও পড়ুন: বিজেপি-এনআইএ যোগসাজশের অভিযোগ নিয়ে কমিশনকেও কাঠগড়ায় তুললেন অভিষেক
শনিবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি এমনই বার্তা দিয়েছেন। আবাস যোজনা, ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনের অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে প্রধানের প্রচারে নামতে বলেছেন দলের সেকেন্ড ইন কমান্ড। কীভাবে এ নিয়ে প্রচার চালাতে হবে সে বিষয়ের উপরে নির্দিষ্ট রূপরেখা করে দিয়েছেন তিনি । এছাড়াও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকার কী করছে সেই বিষয়টিও তুলে ধরতে হবে।
এর আগে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ব্যাপক আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস। সে ক্ষেত্রে তৃণমূলের তরফে জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আর এবার লোকসভা ভোটের আগে ফের এই বিষয়টি নিয়ে প্রচার কর্মসূচি চালাতে চাইছে তৃণমূল। এছাড়াও প্রচারে বিষয়টি জানাতে হবে যে ১০০ দিনের বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র সরকার। তবে রাজ্য নিজেই এই প্রকল্প চালু রেখে মানুষের হয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই ১০০ দিনের কর্মীদের বকেয়া মিটিয়েছেন।