ডুয়ার্সের চা বলয়ের পরিচিত মুখ আনি চিক বরাইক এবার বিজেপি ছেড়ে এবার কি তৃণমূলে যোগ দিতে চলেছেন? দীর্ঘদিন ধরে দলে গুরুত্ব না পাওয়ার ক্ষোভ জমছিল তাঁর মনে। শেষমেশ জেলা কমিটিতে স্থান না পেয়ে বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন। এরফলে চা বলয়ে অস্বস্তি বেড়েছে বিজেপির।
আরও পড়ুন: আলিপুরদুয়ার, কোচবিহারে নতুন জেলা কমিটি বিজেপির, অগ্রাধিকার পুরনোদের
আনি চিক বরাইক ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক এবং বর্তমানে মেটেলি ইনডং পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী। আদিবাসী ও চা বাগান এলাকায় সমাজসেবামূলক কাজের জন্যই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। সেই জনপ্রিয়তা দেখেই প্রায় ন’বছর আগে তাঁকে দলে টেনেছিল বিজেপি। কিন্তু সাম্প্রতিক সময়ে জেলা রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তিনি কার্যত উপেক্ষিত হচ্ছিলেন। নিজের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়ে আনি লিখেছেন, বিজেপিতে যারা পরিশ্রম করে দলের জন্য কাজ করেন, তাঁদের গুরুত্ব নেই। এখানে নেতার কাছের লোক হওয়াটাই মূল যোগ্যতা। মুখ দেখে কমিটি তৈরি হয়। অভিযোগ, দলের জেলা কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে, যাঁদের কর্মী সমর্থক জোগাড় করার ক্ষমতাও নেই। অথচ তিনি রোদ-বৃষ্টি ঝড় উপেক্ষা করে সারা বছর মাঠে থেকেও কোনও পদ পেলেন না। তাই দলের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। যদিও তিনি