জ্যোতিষ গণনা অনুসারে ২০২৫ সালের মে মাসের ১২ থেকে ১৮ তারিখের সপ্তাহে একের পর এক গ্রহ গোচর রয়েছে। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে একাধিক প্রভাব পড়তে পারে। এই সপ্তাহে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, চন্দ্র বৃশ্চিক রাশিতে আর মঙ্গল কর্কট রাশিতে থাকবে। তাতে তৈরি হবে সমসপ্তক যোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখে নিন চলতি সপ্তাহে কোন ৩ রাশিরল ভাগ্যে রয়েছে উন্নতির যোগ?
মেষ
চলতি সপ্তাহে রয়েছে পর পর বহু গ্রহ গোচর। রয়েছে নীচভঙ্গ যোগ সহ বহু যোগ। কোনও আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। কোনও বন্ধু বা সরকারি আধিকারিকের সহায়তায় এই কাজ সম্পন্ন হতে পারে। আপনার কথায় এমন আকর্ষণ থাকবে যে, আপনার কাছে বিরোধীরাও চলে আসবেন। আপনার কাজে বিরোধীরাও সাহায্য করবেন। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। কোনও পারিবারিক আয়োজনে অংশ নিতে পারেন। মান সম্মান বাড়বে। ভবিষ্যতে বহু ধরনেরলাভ আসতে থাকবে। চাকরিরতরা কিছু লাভকারী যাত্রায় যেতে পারে। যা ভবিষ্যতের জন্য লাভ দায়ক হবে।
( ভান্সের ফোন আসে মোদীর কাছে! 'সিজ ফায়ার' না হলে কী ঘটতে পারত? Report যা বলছে)
( হাঁটু গাড়ল পাকিস্তান? ভবিষ্যতে আলোচনার ‘হতে পারা’র কথা পাক মন্ত্রীর মুখে, কোন ৩ বিষয়!)
সিংহ
সপ্তাহের শুরু থেকে আপনার না হওয়া কাজ সম্পন্ন হতে থাকবে। কোনও পুরনো সমস্যা এবার সম্পন্ন হবে। মানসিক রূপে শান্তি ও আর শেষ সন্তোষ পাবেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে লাভ আসতে পারে। আয়ের নতুন রাস্তা তৈরি হতে পারে। আটকে থাকা কাজ শেষ হতে পারে। চাকরিরতদের প্রমোশনের যোগ তৈরি হবে। নতুন দায়িত্ব পেতে পারেন। প্রেম জীবনে ঘনিষ্ঠতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে পার্টনারের মধ্যে সম্পর্ক গাঢ় হবে। একসঙ্গে কাটানো সময় ভালো কাটবে।