Vastu Tips: ক্যালেন্ডার রাখার ছোট ভুলেই তিথিক্ষণের শুভ প্রভাব যায় কমে? কী বলছে বাস্তুশাস্ত্র Updated: 27 Aug 2025, 02:00 PM IST Sanket Dhar Vastu Tips For Calender: বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির সঠিক দেওয়ালে ক্যালেন্ডার রাখা হলে তা পরিবারের জন্য সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। ক্যালেন্ডার ভুল দিকে রাখলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হয়।