বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Durlabh Yog in Meen: শনির সঙ্গে রাহু, শুক্রের দুর্লভ যোগ! টাকাকড়িতে কপাল খুলতে পারে কুম্ভ সহ বহু রাশির, কী কী প্রাপ্তি?
পরবর্তী খবর
Durlabh Yog in Meen: শনির সঙ্গে রাহু, শুক্রের দুর্লভ যোগ! টাকাকড়িতে কপাল খুলতে পারে কুম্ভ সহ বহু রাশির, কী কী প্রাপ্তি?
আসন্ন সময়ে ২৯ মার্চ রয়েছে শনির গোচর। তারফলে শুক্র, রাহুর সঙ্গে শনির ত্রিগ্রহী যোগ তৈরি হবে।
শুক্র, শনি, রাহু যুতিতে তৈরি হতে চলেছে দুর্লভ যোগ।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসার প্রতিটি গ্রহণ নিজের মতো করে অবস্থান করে। আর গ্রহরা অবস্থান পাল্টে বিভিন্ন রাশিতে প্রবেশ করেন। গ্রহদের এই অবস্থান বদলে নতুন রাশিতে প্রবেশের ফলে গ্রহ গোচর দেখা যায়। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। আসন্ন সময়ে ২৯ মার্চ রয়েছে শনির গোচর। তারফলে শুক্র, রাহুর সঙ্গে শনির ত্রিগ্রহী যোগ তৈরি হবে। বলা হচ্ছে, মীন রাশিতে আগে থেকেই রয়েছে, বুধ, শুক্র, রাহু, সূর্য। সেখানে শনি আসতেই তিন গুরুত্বপূর্ণ গ্রহ তৈরি করবে ত্রিগ্রহী যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। এই ত্রিগ্রহী যোগে কাদের ভাগ্যে কী প্রাপ্তিযোগ রয়েছে? তা দেখে নেওয়া যাক।
মিথুন
এই সংযোগ আপনার রাশিতে কর্মভাবে তৈরি হতে চলেছে। আপনার কাজের দিক থেকে বেশি প্রভাব ফেলতে শুরু করবে এই যোগ। কাজের দিক থেকে উন্নতির রাস্তা স্পষ্ট হবে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। ব্যবসার বিস্তার হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের তুমুল প্রশংসা হবে।
কুুম্ভ
রাহু, শনি, শুক্রের সংযোগের ফলে বহু রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। কেরিয়ারের দিক থেকে আসবে প্রমোশন। নতুন কোনও প্রজেক্ট শুরু করতে পারেন। আর্থিক দিক থেকেও এই সময় লাভদায়ী হবে। স্বাস্থ্যের অবস্থা আগের থেকে ভালো হবে। পরিবারের সঙ্গে সদ্ভাব তৈরি হবে। কোথাও যদি টাকা আটকে থাকে, তাহলে তা এবার হাতে আসতে পারে। আপনার কথায় অনেকেই আকৃষ্ট হবেন। ব্যবসায় আর কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফসল হিসাবে সাফল্য নজর কাড়বে। নতুন সাফল্য আসবে।
এই সময় আপনার সুখ সুবিধা বেড়ে যাবে। জীবনের বহু ক্ষেত্রে পাবেন সাফল্য। কর্মক্ষেত্রে বিশেষভাবে পাবেন লাভ। আর্থিক দিক থেকে পাবেন লাভ। জীবনের বহু ক্ষেত্র থেকে আসবে সাফল্য। আপনার স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। গাড়ি, বাড়ি কিনতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসায়ীরা বিশেষ লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)