১৩ এপ্রিল কখন রয়েছে শুক্রের মার্গী? তা জানার আগে, দেখে নেওয়া যাক, নীলষষ্ঠীর এই দিনে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রমার্গী বহু রাশির জীবনে শুভ সময় নিয়ে আসতে চলেছে।
২০২৫ সালের এপ্রিল মাসে রয়েছে নীলষষ্ঠী উৎসব। নীল ষষ্ঠী পার্বন ঘিরে বাঙালির ঘরে ঘরে শিবপুজো সম্পন্ন হয়। মহিলারা সন্তানের মঙ্গল কামনায় পুজো করেন। চলতি বছরে নীলষষ্ঠী পড়েছে ১৩ এপ্রিল। আর সেই দিনই রয়েছে শুক্র মার্গী। ১৩ এপ্রিল কখন রয়েছে শুক্রের মার্গী? তা জানার আগে, দেখে নেওয়া যাক, নীলষষ্ঠীর এই দিনে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
মেষ
এই রাশির দ্বাদশবাবে শুক্র মার্গী হতে চলেছেন। ফলে এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে অপার সাফল্য ঘরে আনবেন। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে কোনও বিবাদ থাকলে তা শেষ হতে পারে এবার। বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। ধন সঞ্চয় করতে সফল হবেন আপনি। পরিবারে যে মতভেদ চলছে, তা এবার শেষ হতে পারে।
আইনি ঝঞ্ঝাট বা প্রশাসন সম্পর্কিত কোনও কাজে যদি ঝামেলায় পড়ে গিয়ে থাকেন, তাহলে সেই সংক্রান্ত সমস্যা এবার শেষ হবে। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। পিতৃ স্থানীয় কারোর কাছ থেকে পাবেন সাহায্য। লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। পরিবারে কারোর বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। ভূমি, বাহন, সম্পর্কিত ক্ষেত্রে পেতে পারেন বিপুল লাভ। জীবনে নানান দিক থেকে আসবে খুশি আনন্দ।