বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন সময় গ্রহদের অবস্থানের পরিবর্তন হয়। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। সেপ্টেম্বরেই শুক্র, সিংহ রাশিতে সঞ্চরণ করবেন। যেখানে আগে থেকেই কেতু অবস্থান করবেন। এরফলে তৈরি হবে যুতি। এই যুতির প্রভাব সব রাশিতেই কম বেশি পড়তে পারে। তবে সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়তে পারে ৩ রাশিতে। কারা কারা লাকি? দেখে নিন। শুক্র, কেতুর যুতিতে লাকি রাশি কারা, দেখে নিন।
বৃশ্চিক
এই যুতি আপনার কর্মভাবে তৈরি হতে চলেছে। এই সময় কাজের দিক থেকে ভালো রকমের উন্নতি করতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় উন্নতির হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো সময় হতে চলেছে। কাজের দিক থেকে এই সময়কাল ভালো। এই সময় মান সম্মান আর নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায়ীরা ব্যবসার দিক থেকে ভালো সাফল্য পাবেন। নেতৃত্ব আর ম্যানেজমেন্টের স্কিল বেড়ে যাবে। এই সময় মিডিয়া ফিল্ম, ফ্যাশনের দিক থেকে হবে লাভ।
( Shani Astrology: কৃপার মেজাজে শনিদেব! কপাল খুলবে কাদের? প্রাপ্তির ঝুলিতে কী কী!)
( Graha Gochar: ২০২৫র দুর্গাপুজোর মাসে বহু রাশির কপালে সুসময়ের জোয়ার! লাকিদের লিস্টে কারা?)
কর্কট
এই সময় হঠাৎ করে করে টাকা হাতে আসতে পারে। আপনার ব্যক্তিত্বও আগের থেকে ভালোর দিকে যাবে। এই যুতি আপনার রাশির দ্বিতীয়ভাবে হবে। এছাড়াও যুবকরা হঠাৎ করে আপার ধনসম্পত্তি পেতে পারেন। অনেক বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায়ীদের আটকে থাকা টাকা, ফেরত পাবেন। এর সঙ্গেই আপনার কথার প্রভাব পড়বে। অনেকেই তাতে খুশি হবে।
বৃষ
শুক্র আর কেতুর সংযোগে বৃষ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। পার্থিব নানান জিনিস এই সময় হাতে আসতে পারে। গাড়ি, সম্পত্তি এই সময় পেতে পারেন। আপনার বন্ধু আর সহযোগীদের সমর্থন পাবেন। অনেক দিক থেকে লাভ হবে। ব্যবসায় নতুন পার্টনার আসতে পারে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হতে পারে। সামাজিক আয়োজনে অংশ নিতে পারেন। এই সময় মা ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)