সমুদ্রশাস্ত্র অনুযায়ী, একজন ব্যক্তির চোখের রঙ তার ব্যক্তিত্ব, স্বভাব এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। বাদামি চোখের মানুষ সচরাচর বিরল হলেও, সমুদ্রশাস্ত্রে তাঁদের সম্পর্কে কিছু বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা আছে।
কেমন হন বাদামি চোখের মানুষরা?
জেদি এবং স্বাধীনচেতা: বাদামি চোখের মানুষরা জেদি স্বভাবের হন এবং নিজেদের স্বাধীনতায় হস্তক্ষেপ পছন্দ করেন না। তাঁরা নিজেদের শর্তে জীবনযাপন করতে ভালোবাসেন। একবার কোনও লক্ষ্য স্থির করে ফেললে তা পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা থামেন না।
বন্ধু হিসেবে ভালো: সমুদ্রশাস্ত্র মতে, বাদামি মণির চোখ যাদের, তাদের মধ্যে বন্ধুবৎসল মনোভাব দেখা যায়। বন্ধুদের বিপদে এরা সবসময় ছুটে আসে। তাদের পরামর্শ দিয়ে সাহায্য করে। আড়ালে থেকে শত্রুতা করা এদের স্বভাব নয়।
আরও পড়ুন - শনির নবপঞ্চম রাজযোগে লটারি লাগছে ৩ রাশির! টাকা ছাড়াও হাতে আসবে বড় সম্পত্তি
আবেগপ্রবণ: এঁরা আবেগপ্রবণ হয়ে থাকেন এবং অনেক সময় সামান্য কারণে কষ্ট পেয়ে থাকেন। তাঁদের সংবেদনশীল মন অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে।
বিলাসী জীবন: সমুদ্রশাস্ত্র মতে, বাদামি চোখের জাতকরা বিলাসবহুল জীবন পছন্দ করেন। তাঁরা শখ পূরণের জন্য মন খুলে খরচ করতে ভালোবাসেন এবং নিজেদের জীবনযাত্রাকে আরামদায়ক রাখতে সচেষ্ট থাকেন।
আরও পড়ুন - দিনের শেষে সঙ্গিনীর জন্য ঠিক সময় বার করেন, সম্পর্কে ভীষণ ‘লয়াল’ হন এই সব পুরুষ
আর্টের প্রতি আগ্রহ: এঁদের মধ্যে সৃজনশীলতা থাকে। শিল্পকলা, সংগীত এবং নান্দনিক বিষয়ের প্রতি তাঁদের বিশেষ আগ্রহ থাকে। এঁরা নিজেদের ঘর সাজাতে এবং সুন্দর জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসেন।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।