সোনা এবং রুপোর যা দাম, একবার হারিয়ে গেলে পুনরায় গয়না তৈরি করা সম্ভব হয় না অনেকের পক্ষেই। তবে শুধু দামের জন্য নয়, আপনার ব্যবহার করা সোনা বা রুপোর যে কোনও গয়না যদি হারিয়ে যায়, তাহলে আপনার জীবনের ওপর পড়তে পারে মারাত্মক প্রভাব।
এক নজরে দেখে নিন কোন গয়না হারালে কী প্রভাব পড়তে পারে জীবনের ওপর?
পায়ের নুপুর: সচরাচর পায়ের নুপুর রুপোর হয়। অনেক সময় অসাবধানতায় পায়ের নুপুর হারিয়ে যায় অনেকের। এমতঅবস্থায় যদি আপনার বাম পায়ের নুপুর কোনও কারণে হারিয়ে যায় তাহলে মনে করা হয় আগামী দিনে আপনার জীবনে ঘটতে পারে কোনও দুর্ঘটনা।
আরও পড়ুন: দশ হাতে দশ অস্ত্র নিয়ে অসুর নিধন করেন মা দুর্গা, জানেন কোন অস্ত্রের কোন মহিমা?
চুড়ি: সোনা হোক বা রুপো, হাতের চুড়ি হারিয়ে গেলে জীবনে নেমে আসতে পারে দুর্দশা এবং দুঃখ। সংসারে দেখা দিতে পারে আর্থিক অনটন। অনেক চেষ্টা করেও এই সমস্যা থেকে অনেকে মুক্তি পেতে পারে না।
হার: যে ধাতুর হার হোক না কেন, একবার যদি সেটি হারিয়ে যায় তাহলে জীবন থেকে সমস্ত সুখ চলে যায়। শারীরিক হোক বা মানসিক, একাধিক সমস্যার মুখে পড়তে হয়।
আরও পড়ুন: লক্ষ্মীর ৮ ঐশ্বরিক রূপের পুজো যা বদলে দেয় জীবন, জেনে নিন অষ্টলক্ষ্মীর মাহাত্ম্য
টিকলি: টিকলি যদি একবার হারিয়ে যায় তাহলে মনের শান্তিও তার সঙ্গে চলে যায়। তাই খুব সাবধানে রাখতে হয় এই গয়নাটিকে।
দুল: মেয়েদের কানের দুল থাকবে না তা কি কখনও হয়। তবে এই দুল যদি একবার হারিয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার জীবনে ঘটতে চলেছে কোনও অশুভ ঘটনা। তাই সব সময় সাবধান এবং সচেতন থাকতে হবে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা )