বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Janmashtami 2025: জন্মাষ্টমীর দিন গীতা পাঠ করলে লাভ হয় এই ঐশ্বরিক ফলাফল! জানুন শাস্ত্রমত
পরবর্তী খবর
জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যা সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উদযাপন করে। এই বিশেষ দিনে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করার অনেক উপকারিতা আছে। কারণ, গীতা হল স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটাই গীতা রূপে আমাদের কাছে রয়েছে।
জন্মাষ্টমীর দিন গীতা পাঠের লাভ
- ঐশ্বরিক জ্ঞানের প্রাপ্তি: গীতা পাঠের মাধ্যমে আমরা সরাসরি শ্রীকৃষ্ণের দেওয়া জ্ঞান লাভ করতে পারি। এটি আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য, কর্মের প্রকৃতি এবং আধ্যাত্মিক পথ সম্পর্কে সঠিক দিশা দেখায়। জন্মাষ্টমীর পবিত্র তিথিতে এই জ্ঞান লাভ করা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়।
আরও পড়ুন - Janmashtami 2025 Tithi: জন্মাষ্টমী তিথি আর কতক্ষণ রয়েছে? কটার মধ্যে সম্পন্ন করতে হবে পুজো? জানুন পঞ্জিকামত
- নেতিবাচক শক্তি দূরীকরণ: গীতা আমাদের মন থেকে ভয়, সন্দেহ এবং হতাশা দূর করতে সাহায্য করে। জন্মাষ্টমীর দিনে গীতা পাঠ করলে মনের সমস্ত দুশ্চিন্তা দূর হয় এবং মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। এটি জীবনযুদ্ধে লড়াই করার শক্তি জোগায়।
- ধর্মের পথে চালনা: গীতা আমাদের ধর্ম (সঠিক কর্তব্য) এবং কর্মের (কাজের) গুরুত্ব সম্পর্কে শেখায়। এটি আমাদের শেখায় যে ফল বা প্রাপ্তির আশা না করে কেবল কর্তব্য করে যাওয়া উচিত। জন্মাষ্টমীর দিনে এই শিক্ষা গ্রহণ করলে আমরা জীবনে সঠিক পথে চলতে পারি এবং অন্যায় থেকে দূরে থাকতে পারি।
আরও পড়ুন - জন্মাষ্টমীর দিন কেন শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ দেওয়ার রীতি? নেপথ্যে এই করুণ কাহিনি