জ্যোতিষ শাস্ত্রে গুরুকে আধ্যাত্ম, জ্ঞান, পূণ্যের কারক বলে মনে করা হয়। ফলত, গুরুর কোনও রকমের চালে যদি সামান্য পরিবর্তন হয়, তাহলে তার প্রভাব সোজা গিয়ে পড়ে রাশিফলে। জ্ঞানের দাতা বৃহস্পতি ৭ জুলাই পূর্ণ রূপে উদিত হতে চলেছেন। ফলত, আর মাত্র ৪ দিন পর থেকেই দেবগুরু বৃহস্পতির উদয় শুরু হতে চলেছে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ফলত বেশ কিছু রাশির আয়ে হু হু করে বৃদ্ধি হবে। কারা লাকি হবেন? দেখে নিন।
মিথুন
ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে এবার। কারণ গুরু গ্রহ আপনার লগ্নভাবে সঞ্চরণ করতে চলেছেন। এই সময় আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। পাশাপাসি জীবনসঙ্গীর সহযোগিতায় ধনপ্রাপ্তির যোগ রয়েছে। বেশ কিছু সিদ্ধান্ত আপনার জীবনে ভালো লাভদায়ী প্রমাণিত হতে পারে। প্রেম ও দাম্পত্য প্রেমে ভারসাম্য আসবে। ব্যবসায়ীরা ভালো কোনও লাভের দিকে এগোতে পারেন। চাকরিরতদের জীবনে কোনও দায়িত্ব আসতে পারে। আপনার আত্মবিশ্বাস চরমে থাকবে।
বৃষ
গুরুর উদয় আপনাদের জন্য সুখের সময় নিয়ে আসবে।ব্যবসায়ীরা যাঁরা কারোর থেকে টাকা ঋণ নিয়ে ছিলেন, তাঁরা পাবেন লাভ। হঠাৎ করে হাতে কিছু টাকা আসতে পারে। এই সময় টাকা সঞ্চয় বা কম খরচের দিকে মন দিতে পারেন। আয়ের দিক থেকে বেশ লাভ পেতে পারেন। বিনিয়োগের দিক থেকে লাভ পেতে পারেন। কোথাও বিনিয়োগ বা কোনও প্রকল্পে নিয়োগের দিকে ঝুঁকতে পারেন।