ভাদ্রপদ পূর্ণিমা থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত থাকে পিতৃপক্ষ। এই দিনগুলিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে অনেকেই তর্পণ এবং দান ধ্যান করে থাকেন। চলতি বছর এই পিতৃপক্ষ শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। তবে এই বছর পিতৃপক্ষ শুরু হবে চন্দ্রগ্রহণের মধ্যে দিয়ে।
আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণিমার দিন হবে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে। আসুন জেনে নিন আগামী চন্দ্রগ্রহণের দিন আপনি পালন করবেন কোন কোন নিয়ম। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে কোন নিয়ম পালন করলে শান্তি পাবে আপনার পূর্বপুরুষরা।
আরও পড়ুন: দশ হাতে দশ অস্ত্র নিয়ে অসুর নিধন করেন মা দুর্গা, জানেন কোন অস্ত্রের কোন মহিমা?
৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৯:৫৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ, চলবে, পরের দিন দুপুর ১:২৭ মিনিট পর্যন্ত। শাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণে সূর্য গ্রহণের ৯ ঘন্টা আগে সুতক সংঘটিত হয়। তাই চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর দুপুর ১২:৫৭ মিনিট থেকে।সূতক কালকালে কোনও ধর্মীয় কার্যকলাপ করা হয় না। এই সময় আপনাকে পূর্বপুরুষদের শান্তি কামনার্থে শ্রাদ্ধ এবং তর্পণ করতে পারেন আপনি।
তবে এই শ্রাদ্ধ বা পিন্ডদান অথবা তর্পণ কোনও ব্রাহ্মণের মাধ্যমেই করবেন। সঠিক নিয়ম মেনেই এই কাজ করা উচিত। এছাড়া সেই দিন যদি আপনি কোন দরিদ্র বা অভাবী ব্যক্তিকে সাহায্য করতে পারেন তাহলে পূণ্যলাভ হবে আপনার। চন্দ্রগ্রহণের দিন আপনি খাবার দিতে পারেন গরু, কুকুর এবং কাককে।
আরও পড়ুন: মহালয়া পার করেই নবরাত্রি ২০২৫-এ মহালক্ষ্মী যোগ! লাকির লিস্টে কারা?
শ্রাদ্ধ পুজোর উপকরণ: সিঁদুর, ছোট সুপারি, রক্ষা সূত্র, চাল, জানু, কর্পূর, হলুদ, দেশি ঘি, দেশলাই কাঠি, মধু, কালো তিল, তুলসী পাতা, পান, যব, হবনের উপকরণ, গুড়, মাটির প্রদীপ, তুলোর কাঠি, ধূপকাঠি, দই, যবের আটা, গঙ্গা জল, খেজুর, কলা, সাদা ফুল, উড়াদ, গরুর দুধ, ঘি, ক্ষীর, সোয়াঙ্ক চাল, মুগ, আখ।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা )