Updated: 28 Apr 2020, 06:48 PM IST
HT Bangla Correspondent
হরিয়ানার পঞ্চকুলায় এক বয়স্ক মানুষের জন্মদিন পালন করল স্থানীয় পুলিশ। লকডাউনে বাড়িতে একাই ছিলেন কর্ণ পুরি। আচমকা বেল বেজে ওঠায় গেটে গিয়ে দেখেন পুলিশ। কিছুটা হলেও ভ্যাবাচ্যাকা খেয়ে যান তিনি।
কিন্তু চমকের তখন সেটা প্রথম ধাপ ছিল। পুলিশ জানায় তাঁর জন্মদিন পালন করতে এসেছেন তারা। রীতিমত কেক ও বেলুন নিয়ে উপস্থিত তারা। নিজের আবেগ সামলাতে না পেরে কেঁদেই ফেলেন কর্ণ। ফের লকডাউনের মধ্যে নিজেদের মানবিক দিকটি দেখাল পুলিশ।