Jammy-CCL: 'যিশুদার হাতে ট্রফিটা দিতে পেরে খুশি', CCL ফাইনালে গর্জে ওঠলেন ‘বেঙ্গল টাইগার’ জ্যামি Updated: 18 Mar 2024, 11:30 PM IST লেখক Priyanka Mukherjee দশ বছরের ইতিহাস বদলে প্রথমবার সিসিএলের ট্রফি জিতল যিশুর নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্স। ফাইনালে কিচ্চা সুদীপের কর্নাটক বুলডোজারকে ১২ রানে হারিয়ে দুর্দান্ত জয় পেল বাংলা। ফাইনালের নায়ক জ্যামি। ব্যাট হাতে এদিনও ঝড় তুললেন অভিনেতা। হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি হয়ে কী জানালেন তিনি?