ওয়াকফ ইস্যুতে কয়েকদিন আগেই মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছিল। বহু হিন্দু পরিবার নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন মালদায়। সেই মালদারই তৃণমূল নেত্রী এবার দাবি করলেন, ওয়াকফ ইস্যু থেকে চোখ ঘোরাতেই নাকি পহেলগাঁও জঙ্গি হামলা ঘটানো হয়েছে এবং বিজেপির মদত ছিল তাতে।