এই ছবি উত্তরাখণ্ডের। সেখানে এক ৫০ মিটার গভীর নয়ানজুলিতে পড়ে গেলেন মহিলা। সেখানে তাঁকে উদ্ধার করে আনে এসডিআরএফ-এর দল। রুদ্ধশ্বাস সেই উদ্ধারের দৃশ্য বন্দি হয়েছে ভিডিয়োয়। রুদ্রপ্রয়াগের সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে গভীর খাদ থেকে মহিলাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কয়েকজন এসডিআরএফ কর্মী। জানা গিয়েছে পরবর্তীকালে ওই মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। করা হয় তাঁর চিকিৎসা।
আজ ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডে একটি বহুতল কারখানায় ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। দমকলকর্মীরা জানিয়েছেন, জতুগৃহে পরিণত হয়েছিল বহুতলটি। ছিল না কোনও ভেন্টিলেশন ব্যবস্থা, মজুত ছিল দাহ্য পদার্থ। যখন আগুন লাগে তখন ঘুমোচ্ছিলেন অধিকাংশ শ্রমিক। দমবন্ধ হয়ে মারা যান তাঁরা। আগুন লাগার পর থেকে কী হল, তা একনজরে দেখে নেওয়া যাক -