গ্রেটার নয়ডায় স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় এবার নতুন তথ্য সামনে এল। শুধু যে পণের দাবিতেই নিকির সঙ্গে বিপিনের ঝগড়া ছিল এমনটা নয়। ঘটনায় যোগ আছে অন্য এক বিষয় নিয়ে বিবাদও। এদিকে এই হত্যাকাণ্ডে আরও একজন গ্রেফতার হয়েছে। অপরদিকে বিপিনকে পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।