ইস্টবেঙ্গল শনিবার আইএসএলে মুখোমুখি হচ্ছে চেন্নাইয়িন এফসির। গত বছর ৭ ডিসেম্বর এই চেন্নাইকেই তাঁদের ঘরের মাঠে গিয়ে ২-০ গোলে হারিয়ে এসেছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। বিদেশিদের অফ ফর্মের মরশুমে ভারতীয় তরুণ ব্রিগেডই লালহলুদকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। এই ম্যাচে নামানো হতে পারে নতুন আসা বিদেশি মেসিকে।