বাজে রেফারিং! ভয়ঙ্কর চোট লাগতে পারল ক্লেইটনের, তবু ছাড় পেলেন গোলরক্ষক! হায়দরাবাদে ১-১ ড্র ইস্টবেঙ্গলের
Updated: 28 Dec 2024, 07:35 PM ISTআইএসএলে টানা তিন ম্যাচে জেতা হল না ইস্টবেঙ্গলের। সুযোগ ছিল গাচিবৌলি স্টেডিয়ামে। কিন্তু এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না, ম্যাচের অন্তিম লগ্নে গোল খেয়ে গেল লালহলুদ রক্ষণ। ম্যাচ শেষ হল ১-১ গোলে। বছর শেষ করছে ইস্টবেঙ্গল ড্র দিয়েই, যদিও তাঁরা জিততেই পারতেন যদি রেফারিং উচ্চমানের হত। লালহলুদের গোলদাতা জিকসন সিং
পরবর্তী ফটো গ্যালারি