বাংলা নিউজ > বিষয় > Deer
Deer
সেরা খবর
সেরা ভিডিয়ো

এই ঘটনা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের। সেখানের পিদামবল্লী গ্রামে ঘটেছে এই কাণ্ড! আচমকা জলে পড়ে গেল ২ বছর বয়সী হরিণ। স্বভাবতই সে ছিল ভীত ও সন্ত্রস্ত। একদিকে জল দেখে বিপুল আতঙ্কে ভুগেছে সে, অন্যদিকে আচমকা পড়ে যাওয়ার ভয়। এদিকে হরিণ জলে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। জলে নেমে শুরু হয় উদ্ধার কাজ। এরপর জল থেকে জাল দিয়ে হরিণকে উদ্ধার করা হয়। শেষে তাকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।