Alert
সেরা খবর
সেরা ভিডিয়ো

রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি। বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, গত ১০ ঘণ্টায় (সকাল সাতটা পর্যন্ত) ২৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। তাতে জলমগ্ন হয়ে গিয়েছে মুম্বইয়ের বিভিন্ন এলাকা। পারেল ইস্ট, দাদার, লোয়ার পারেলের মতো বাণিজ্য নগরীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সব অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরনিগম। শুধুমাত্র জরুরি পরিষেবার অফিস খোলা থাকছে। প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে যান চলাচলও। কমপক্ষে ৫৬ টি সরকারি বাসের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। একটানা বৃষ্টিতে কান্দিভিলির কাছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে ধস নেমেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে দমকল বিভাগ। এখনই বৃষ্টি কমবে না বলে জানিয়েছে মৌসম ভবন। মঙ্গলবার এবং বুধবার ‘লাল সতর্কতা’-ও জারি করা হয়েছে। তারইমধ্যে পুরনিগম জানিয়েছে, মঙ্গলবার বেলা ১২ টা ৪৭ মিনিট নাগাদ ৪.৪৫ মিটার দীর্ঘ ঢেউ আছড়ে পড়বে মুম্বই উপকূলে। মহানগরের এক বাসিন্দা বলেছেন, ‘২০০৫ সালের ২৬ জুলাইয়ের পর এরকম দেখিনি।’ দেখে নিন বিপর্যস্ত মুম্বইয়ের ভিডিয়ো -
সেরা ছবি

- কিছুটা হলেও স্বস্তি। ঝড় এল বাংলায়। দাবদাহ থেকে সাময়িক মুক্তি। কিন্তু ঝড়ে তাণ্ডবে কিছুটা ক্ষতির মুখে।





