রাত থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। বৃষ্টির জেরে শহরের অংশে জল জমার ফলে যান চলাচল এবং কিছু অংশে রেল পরিষেবা ব্যাহত হয়। আজ সোমবারও শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিভিন্ন অংশে জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। ফলে আজ সোমবার মহানগরের জনজীবন বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: নিম্নচাপের চোখ রাঙানি! তেড়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? রইল আবহাওয়ার পূর্বাভাস
মুম্বইয়ের বোরিভালি, সান্তাক্রুজ, পাওয়াই, মুলুন্ড, চেম্বুর, ওরলি, কোলাবা এবং আলিবাগে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে, নবি মুম্বই, থানে এবং কল্যাণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকাল হতেই মুম্বইয়ে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে শুরু করে। রাতেও যদিও বৃষ্টিতে শহর বা শহরতলির কোথাও বড় ধরনের জল জমার খবর পাওয়া যায়নি। তবে মহানগরীর কয়েকটি নিচু এলাকা জলমগ্ন হয়েছে বলে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে।
সোমবার ভোর তিনটে নাগাদ হাওয়া অফিসের তরফে জানানো হয়, পরবর্তী ৩-৪ ঘণ্টা মুম্বই ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মতোই বেশ কিছু অংশে বৃষ্টি হয়।আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, দিনের আছ সোমবার দিনভর আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভবনা রয়েছে মুম্বইয়ে।
প্রসঙ্গত, ২৫ মে রবিবার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের সংলগ্ন অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। সেটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবে মুম্বইয়ে এই বৃষ্টি। মধ্য মহারাষ্ট্র অঞ্চলেও সোমবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আঞ্চলিক আবহাওয়া অফিসে এই অঞ্চলে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জানা যায়, এদিন সকালে বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কয়েকটি অংশে যান চলাচল পরিষেবার পাশাপাশি মধ্য ও পশ্চিম রেলওয়ের শহরতলির পরিষেবা ব্যাহত হয়। মধ্য রেলওয়ের এক মুখপাত্র বলেন, ‘অবিরাম বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা কম থাকায় শহরতলির ট্রেনগুলি আট থেকে ১০ মিনিট দেরিতে চলে। এদিকে, পশ্চিম রেলওয়ের এক মুখপাত্র জানান, শহরতলির পরিষেবা ব্যাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি তবে কিছু যাত্রী সোশ্যাল মিডিয়ায় ট্রেন লেটের বিষয়ে অভিযোগ করেছেন।