Twitter: সোনালি, ধূসর, নীল! তিন রঙের টিক থাকবে প্রোফাইলে, ঘোষণা Elon Musk-এর Updated: 25 Nov 2022, 09:34 PM IST Soumick Majumdar এর আগে সরাসরি ব্লু-টিক সাবস্ক্রিপশন চালু করে সমস্যায় পড়েছিলেন ইলন মাস্ক। সেই সময়ে টাকা দিয়ে অনেকেই ফেক অ্যাকাউন্ট ভেরিফায়েড করিয়ে নিয়েছিলেন অনেকে। তার জেরে তুমুল বিভ্রান্তি শুরু হয়। সেই কারণেই এবার ম্যানুয়ালি ভেরিফায়েড করার সিদ্ধান্ত।