WhatsApp Fingerprint Lock: আনলক করা ফোন পেলেই যে কেউ আপনার হোয়্যাটসঅ্যাপ পড়ে ফেলতে পারেন। ধরুন কোনও দরকারে কাউকে আপনার ফোন ব্যবহার করতে দিলেন। তিনি ইচ্ছাকৃত বা ভুল করেই আপনার হোয়্যাটসঅ্যাপ খুলে ফেললেন। এটা হলে কিন্তু আপনার তথ্যের গোপনীয়তার বারোটা বাজতে পারে।
ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা
হোয়্যাটসঅ্যাপের মেসেজ গোপন রাখতে চান? না, এটা অস্বাভাবিক কিছু নয়। হোয়্যাটসঅ্যাপের এনক্রিপটেড চ্যাটে আমরা সকলেই নানা ব্যক্তিগত আলোচনা করি। সেটি অফিসের কাজের বিষয়েও হতে পারে। আবার ব্যক্তিগত সম্পর্কের আলোচনাও হতে পারে। এদিকে আপনার এই গোপন আলোচনা, তথ্য, কথাগুলি যাতে কারও হাতে না পড়ে সেটা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে।
দুঃখের বিষয় হল, হোয়্যাটসঅ্যাপের নিজস্ব কোনও চ্যাট লুকিয়ে রাখার মতো ব্যবস্থা নেই। প্রাথমিকভাবে আপনি আর্কাইভ ফিচারের মাধ্যমে চ্যাট একটু আড়ালে রাখতে পারেন।
আর্কাইভে 'মুভ' করিয়ে দিলে সেই চ্যাট আলাদা ফোল্ডারের মধ্যে চলে যাবে। প্রথম মেন স্ক্রিনের মধ্যে আর থাকবে না। এর মাধ্যমে কেউ ভুল করে হোয়াটসঅ্যাপ খুলে ফেললেও চট করে আপনার গোপন চ্যাটটি দেখতে পাবেন না।
হোয়াটসঅ্যাপে কোনও চ্যাট কীভাবে আর্কাইভ করবেন?
ফোনে হোয়্যাটসঅ্যাপ খুলুন।
আপনি যে চ্যাটটি আর্কাইভ করতে চান, সেটি চেপে ধরে থাকুন।
এরপর বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে চ্যাট আর্কাইভ করুন।
ব্যাস! আপনার কাজ শেষ। এভাবেই একাধিক চ্যাট আর্কাইভে স্থানান্তরিত করতে পারেন।
এরপর সেই চ্যাটগুলিতে ফিরতে হলে আর্কাইভ ফোল্ডারে গেলেই হবে।