
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্যাপ্টেনের ভুলে ম্যাচ হাতছাড়া হল আমিরশাহির। নাহলে অল্প রানের পুঁজি নিয়েও টি-২০ বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসকে কোণঠাসা করেছিল তারা। গুরুত্বপূর্ণ সময়ে অতি সহজ ক্যাচ ছাড়েন আমিরশাহির দলনায়ক রিজওয়ান।
রবিবার টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে এ-গ্রুপের দু'টি দল সংযুক্ত আরব আমিরশাহি ও নেদারল্যান্ডস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আমিরশাহি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১১ রান তোলে। টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়লেও তাদের লোয়ার অর্ডারে ধস নামে।
চিরাগ সুরি ১২, মহম্মদ ওয়াসিম ৪১, কাশিফ দাউদ ১৫ ও ভৃত্য অরবিন্দ ১৮ রান করেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। রিজওয়ান ১ রান করে আউট হন।
ডাচদের হয়ে বাস ডি'লিড ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট তোলেন ফ্রেড ক্লাসেন। এছাড়া ১টি করে উইকেট নেন টিম প্রিঙ্গল ও ভ্যান ডার মারউই।
পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস একসময় ১৩.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রানে দাঁড়িয়েছিল। জুনাইদ সিদ্দিকি ১৪তম ওভারের প্রথম ও তৃতীয় বলে আউট করেন টম কুপার ও ভ্যান ডার মারউইকে। তবে ওভারের পঞ্চম বলে প্রিঙ্গলের সহজ ক্যাচ ছাড়েন রিজওয়ান। শূন্য রানে আউট হওয়ার বদলে প্রিঙ্গল শেষমেশ ১৫ রানের মূল্যবান যোগদান রাখেন।
নেদারল্যান্ড শেষমেশ মাত্র ১ বল বাকি থাকতে ৩ উইকেটের উত্তেজক জয় তুলে নেয়। তারা ১৯.৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১২ রান সংগ্রহ করে। বিক্রমজিৎ সিং ১০, ম্যাক্স ও'দাউদ ২৩, বাস ডি'লিড ১৪, কলিন অ্যাকারম্যান ১৭, টম কুপার ৮ ও স্কট এডওয়ার্ডস অপরাজিত ১৬ রান করেন।
জুনাইদ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন বাসিল হামিদ, আয়ান খান, কার্তিক মেইয়াপ্পান ও জাহুর খান। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডি'লিড। উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে অঘটন ঘটায় নমিবিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports