কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল পাকিস্তান। আবদুল্লা শফিকের দুরন্ত দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে নোমান আলির সাত উইকেটের সুবাদে দ্বীপরাষ্ট্রকে এক ইনিংস এবং ২২২ রানে হারিয়ে দিয়েছেন বাবর আজমরা। যা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও দেশের সবথেকে বড় ব্যবধানে (রানের নিরিখে) জয়। এতদিন সেই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। শুধু তাই নয়, ১৯৯৪ সালের পর শ্রীলঙ্কাকে ঘরের মাঠে প্রথমবার ‘হোয়াইওয়াশ’ করল পাকিস্তান। ২৯ বছর আগে তিন টেস্টের সিরিজ হওয়ার কথা থাকলেও কার্ফুর কারণে দ্বিতীয় টেস্ট বাতিল হয়ে গিয়েছিল। ২-০ ব্যবধান সিরিজ জিতেছিল পাকিস্তান। সেইসঙ্গে ২০২১ সাল থেকে ঘরের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার চুনকামের মুখে পড়ল শ্রীলঙ্কা।
আরও পড়ুন: WTC Points Table: পয়েন্টে পিছিয়ে থেকেও লিগ টেবিলে সবার আগে পাকিস্তান, ভারতের থেকে ‘লিড নেওয়া শুরু’ বাবর আজমদের
টেস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবথেকে বড় জয়
১) শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: ইনিংস এবং ২২২ রানে জয়, ২০২৩ সাল।
২) শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা: ইনিংস এবং ২০৮ রানে জয়, ১৯৯৩ সাল।
৩) শ্রীলঙ্কা বনাম ভারত: ইনিংস এবং ১৭১ রানে জয়, ২০১৭ সাল।
৪) শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: ইনিংস এবং ১৬৩ রানে জয়, ২০০০ সাল।
আরও পড়ুন: IND vs WI Rohit Viral Video: ঘুম থেকে তুলে যেন অঙ্ক বোঝাচ্ছে! ভাইরাল রোহিতের গোমড়া মুখের ভিডিয়ো, বন্যা মিমের
টেস্টে সবথেকে একই ব্যবধানে (রানের নিরিখে বড় ব্যবধান) একাধিক হার
১) ২০২২ সালে শ্রীলঙ্কাকে এক ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিয়েছিল ভারত। ২০২৩ সালে একই ব্যবধানে দ্বীপরাষ্ট্রকে হারাল পাকিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।