রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলারা যে লজ্জা বয়ে বেড়াচ্ছিলেন দীর্ঘ ১৭ বছর ধরে, অবশেষে শেফালিরা তাঁদের মুক্তি দিলেন সেই হতাশা থেকে। ছেলে অথবা মেয়েদের যে কোনও পর্যায়ের আইসিসি ইভেন্টের ফাইনালে সব থেকে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড ছিল ভারতের নামে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে তার থেকেও কম রানে অল-আউট করে ভারতকে কলঙ্কমুক্ত করলেন শেফালি বর্মা-রিচা ঘোষরা।
২০০৬ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। সেই ম্যাচে শুরুতে ব্যাট করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান মাত্র ১০৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রবিকান্ত শুক্লার নেতৃত্বাধীন ভারত মাত্র ৭১ রানে অল-আউট হয়ে যায়।
ছেলেদের হোক বা মেয়েদের, কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে এতদিন ভারতের ৭১ রানই ছিল সব থেকে কম রানের ইনিংস। এবার অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে অল-আউট করে দেয় ভারত। সুতরাং এবার থেকে সেই হতাশাজনক রেকর্ডের সঙ্গে জড়িয়ে যায় ইংল্যান্ডের নাম।
উল্লেখ্য, ২০০৬ সালের ফাইনালে ভারতের হয়ে মাঠে নামেন চেতেশ্বর পূজারা, রোহিত শর্মারা। তবে কেউই ব্যাট হাতে বলার মতো রান করতে পারেননি। পূজারা শূন্য রানে আউট হন। বাংলার দেবব্রত দাসও খাতা খুলতে পারেননি। রোহিত শর্মা ৪ রান করে আউট হন। জাদেজা সাজঘরে ফেরেন ৬ রান করে। চাওলা দলের হয়ে সব থকে বেশি ২৫ রান করে অপরাজিত থাকেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ডকে সব থেকে কম রানে আউট করে টি-২০ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সব থেকে বেশি বলের ব্যবধানে ম্যাচ জেতেন শেফালিরা। পোচেস্ট্রুমে ভারত ১৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অর্থাৎ, ৩৬ বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। বাকি থাকা বলের নিরিখে যে কোনও পর্যায়ের টি-২০ বিশ্বকাপ ফাইনালে এটিই সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড।
আরও পড়ুন:- বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী শেফালিদের সংবর্ধনা দেবেন সচিন
এই নিরিখে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১৪ ও ২০১৮ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ২৯ বলের ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, এবার অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ১৭.১ ওভারে ৬৮ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৯ রান সংগ্রহ করে নেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।