ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই বিসিসিআইয়ের তরফে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হয় শেফালি বর্মাদের জন্য। বিসিসিআই সচিব জয় শাহ তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন যে, ভারতীয় বোর্ড বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেবে।
সেই সঙ্গে বোর্ড সচিব এও জানিয়ে দেন যে, তিনি বিশ্বচ্যাম্পয়ন দলকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়াতেই জয় শাহ জানালেন, বুধবার মোতেরায় বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।
অন্য কেউ নন, বরং মোতেরায় শেফালিদের সাবাশি দেবেন স্বয়ং সচিন তেন্ডুলকর। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিসিআই কর্তারাও। ১ ফেব্রুয়ারি মোতেরায় ভারত-ইংল্যান্ড টি-২০ ম্য়াচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেফালিদের কুর্নিশ জানানো হবে ৬টা ৩০ মিনিটে। সুতরাং, টসের পরেই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংবর্ধিত করা হবে মহিলা ক্রিকেটারদের।
উল্লেখ্য, পোচেস্ট্রুমে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে ইংল্য়ান্ডের ময়েদের একতরফাভাবে দুরমুশ করেন শেফালি বর্মারা। ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৬৮ রান অল-আউট করে দেয় ভারত। জবাবে ব্য়াট করতে নেমে শেফালিরা ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে নেন এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন।
এর আগে ভারতের কোনও মহিলা ক্রিকেট দল কোনও পর্যায়েই বিশ্বকাপ জিততে পারেনি। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বরং এশিয়ার মহিলা ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করে ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে কোনও মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত।
এমন একটা বছরে ভারত মেয়েদের ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জেতে, যে বছর প্রথমবার পূর্ণ অবয়বে মেয়েদের আইপিএল আত্মপ্রকাশ করছে। সুতরাং, ভারতে মেয়েদের ক্রিকেটের নবজাগরণ শুরু বলা চলে।
কোন পথে বিশ্বচ্যাম্পিয়ন ভারত:-
১. ডি-গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
২. ডি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১২ রানে পরাজিত করে।
৩. ডি-গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৩ রানে হারিয়ে দেয়।
৪. সুপার সিক্সের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৫. সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
৬. সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।
৭. ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে বিধ্বস্ত করে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।