1 মিনিটে পড়ুন Updated: 13 Dec 2022, 03:26 PM ISTAyan Das
Ranji Trophy 2022: কোনওক্রমে ২০ ওভারের কিছুটা বেশি ব্যাট করতে পেরেছে হরিয়ানা। মাত্র ৪৬ রানেই অল-আউট হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন বৈভব অরোরা।
রঞ্জি ট্রফির শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ল হরিয়ানা। মাত্র ৪০ রানে অল-আউট হয়ে গিয়েছে হিমাংশু রানাদের দল। ঝড় তোলেন বৈভব অরোরা। চার উইকেট নেন। তিন উইকেট নেন সিদ্ধার্থ শর্মা। ইতিমধ্যে প্রথম ইনিংসে যে রানটা পেরিয়ে গিয়েছে হিমাচল প্রদেশ।
মঙ্গলবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হরিয়ানা। কিন্তু বৈভবদের দাপটে শুরুতেই চাপে পড়ে যান রানারা। তৃতীয় ওভারেই আউট হয়ে যান যুবরাজ সিং। সেই ধাক্কা সামলে ওঠার সুযোগই পায়নি হরিয়ানা। ৮.৪ ওভারেই ১২ রানে পাঁচ উইকেট পড়ে যায়। তারপর কিছুটা চেষ্টা নিশান্ত সিন্ধু। ষষ্ঠ উইকেটে ২৮ রান তোলে হরিয়ানা। ২৯ বলে ১৯ রান করেন। তিনি আউট হওয়ার পরে ধসে যায় হরিয়ানা। ২০.৪ ওভারে ৪৬ রানে অল-আউট হয়ে যায়। যা রঞ্জি ট্রফির ইতিহাসে হরিয়ানার সর্বনিম্ন স্কোর।
হরিয়ানার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন নিশান্ত। হরিয়ানার চার ব্যাটার (জেজে যাদব, অংশুল কম্বোজ, এ কে চাহাল এবং এস আর চৌহান) কোনও রান করতে পারেননি। একমাত্র নিশান্ত ছাড়া হরিয়ানার কোনও ব্যাটার দু'অঙ্কের স্কোর করতে পারেননি। নিশান্তের পর দ্বিতীয় সর্বোচ্চ আট রান করেন নিশান্ত। যুবরাজ আট বলে মাত্র এক রান।
হিমাচলের হয়ে দুর্দান্ত বোলিং করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন বোলারা বৈভব। সাত ওভারে ১৫ রানে চার উইকেট নেন। ৭.৪ ওভারে ১২ রানে তিন উইকেট নেন সিদ্ধার্থ শর্মা। পাঁচ ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট নেন হিমাচলের অধিনায়ক ঋষি ধাওয়ান। এক ওভারে একটি মেডেন নিয়ে দুই উইকেট নেন কেডি সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।