
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্যারালিম্পিক্সে ইতিমধ্যেই দুটি সোনাসহ মোট ১০টি পদক জিতে নিয়েছে ভারত। টোকিওয় ইভেন্টের নবম দিনে একগুচ্ছ ভারতীয় প্যারা-ব্যাডমিন্টন নিজেদের দক্ষতা প্রদর্শনে নেমেছিলেন। প্রায় প্রত্যেকেই নিজেদের বিভাগে বিশ্বের সেরাদের মধ্যে পড়েন, তাই ব্যাডমিন্ট থেকে ভারতের বিশাল প্রত্যাশা রয়েছে। ভারতীয় শাটলাররাও কিন্তু এদিন হতাশ করেননি।
ভারতের হয়ে দিনের প্রথম সিঙ্গেলস ম্যাচ খেলতে নেমে সুহাস যথিরাজ কার্যত তাঁর জার্মান প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না। মাত্র ১৯ মিনিটে জান নিকোলাস পটকে ২১-৯ , ২১-৩ ব্যবধানে পর্যদুস্ত করে দুরন্ত জয় দিয়ে টোকিও যাত্রা শুরু করলেন তিনি। প্রসঙ্গত, সুহাস আদপে একজন আইএএস অফিসার। অপরদিকে, দুই নম্বর বাছাই তরুণ ধিলোঁর ২১-৭, ২১-১৩ ব্যবধানে স্ট্রেট গেমে নিজের ম্যাচ জিতে নেন। তিনি পরাজিত করেন থাইল্যান্ডের সিরিপং টিয়ামারোমকে।
তবে এসএল৪ বিভাগে অভিজ্ঞ ভারতীয় শাটলার পারুল পারমার দ্বিতীয় বাছাই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হন। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই ৮-২১, ২-২১ ব্যবধানে স্ট্রেট গেমে হি ফ্যাং চেনের বিরুদ্ধে হারেন তিনি। এসএল৩ বিভাগে বিশ্বের এক নম্বর পারুল মহিলাদের ডাবলসে এসএল৩-এসইউ৬ বিভাগে যোগ্যতা অর্জন করায় এসএল৪ বিভাগে খেলার সুযোগ পান। তবে দিনের শুরুতেই হি ও মা হুইহুই জুটির বিরুদ্ধে পারুল ও পলক কোহলির জুটিও ৭-২১, ৫-২১ ব্যবধানে পরাজিত হয়।
কিন্তু নিজের এসইউ৫ বিভাগের সিঙ্গেলস ম্যাচে জয় পান পলক। জেহরা বাগলারকে ২১-১২, ২১-১৮ ব্যবধানে পরাস্ত করেন তিনি। কৃষ্ণ নাগার এসএইচ৬ বিভাগের দ্বিতীয় বাছাই মালেশিয়ার ডিডিন তারশয়ের বিরুদ্ধে পুরুষদের এসএইচ৬ সিঙ্গলেসের ম্যাচে নামেন। তবে প্রথম গেমে টানটান লড়াই হলেও দ্বিতীয় গেম সহজেই ২২-২০, ২১-১০ ব্যবধানে জিতে নেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus