বিশ্বের ১২ নম্বর তারকাকে অনায়াসে হারিয়ে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। টোকিওয় ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া পুসারলা প্রি-কোয়ার্টারে পরাজিত করেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে। তাও আবার স্ট্রেট গেমে।
৪১ মিনিটের লড়াইয়ে সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে নেন ২১-১৫, ২১-১৩ গেমে। ভারতীয় তারকা প্রথম গেম জিততে সময় নেন ২২ মিনিট। তিনি দ্বিতীয় গেম পকেটে পোরেন মাত্র ১৯ মিনিটে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
মিয়ার বিরুদ্ধে সিন্ধুর মুখোমুখি সাক্ষাতের রেকর্ড আগে থেকেই ভালো ছিল। এই ম্যাচের আগে ৫ বার ড্যানিশ শাটলারের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। জিতেছিলেন চারটি ম্যাচ। হেরেছিলেন মাত্র একটি ম্যাচে। অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে জয়ের পর সেই রেকর্ড আরও একটু ভালো করলেন পিভি। এই নিয়ে মোট ৬ বারের মুখোমুখি সাক্ষাতে সিন্ধু এগিয়ে রইলেন ৫-১ ব্যবধানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।