এআইএফএফের তরফে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। সবুজ মেরুন শিবিরকে নেতৃত্ব দিয়ে গতবার আইএসএল শিল্ড জিতেছিলেন। এবারে নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছিলেন শুভাশিস। আইএসএলের ডিফেন্ডারদের মধ্যে সব থেকে বেশি গোল করা ভারতীয় তিনিই। এবার তাঁকেই বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত করল ফেডারেশন। আর বর্ষসেরার তালিকায় মোহনবাগানের পুরুষ ফুটবলারদের সঙ্গেই পাল্লা দিয়ে পুরস্কার জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররাও। ইস্টবেঙ্গলের মহিলা দল এবারে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়।
বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের অধিনায়ক
এছাড়াও এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান ওমেনস লিগজয়ী ইস্টবেঙ্গল দলের সদস্য সৌম্যা গুগুলোথ। ২০২৪-২৫ মরশুমে অনবদ্য ফুটবল প্রদর্শনের জন্য এআইএফএফের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের বেছে নেওয়া হল শুক্রবার। ভারতীয় মহিলা লিগের টপ স্কোরারের তালিকায় তিন নম্বরে ছিলেন সৌম্যা, তিনি করেন ৯ গোল। অর্থাৎ মোহনবাগানের পুরুষ দলের মতো ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররাও ভারতের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি জিতল এআইএফএফের মঞ্চে।
শুভাশিসের দলের বিশালও বর্ষসেরা
মোহনবাগানের হয়ে রেকর্ড গড়ার মরশুমে শুভাশিস বোসের পাশাপাশি সবুজ মেরুন শিবিরের গোলরক্ষক বিশাল কাইথও শ্রেষ্ঠ পুরুষ গোলরক্ষকের পুরস্কার জিতলেন। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের মহিলা দলের গোলরক্ষক পানথোই চানু শ্রেষ্ঠ মহিলা গোলরক্ষকের পুরস্কার জেতেন। এর আগে বিশাল কাইছ আইএসএলে ১৫টি ক্লিনশিট ধরে রেখেছিলেন ২৬ ম্যাচে, সেই সুবাদে তিনি আইএসএলে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন। ৫৭০ মিনিট ধরে মোহনবাগান এই প্রতিযোগিতায় ১ গোলও খায়নি, যা আইএসএলের ইতিহাসে রেকর্ড। আর ইস্টবেঙ্গলের জার্সিতে ১৪ ম্যাচে ১০বার গোল হজম করেছেন চানু।
সেরা প্রমিসিং ট্যালেন্ট ব্রাইসন
এদিকে আইএসএলের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাওয়ার পর এফসি গোয়ার মিডিও ব্রাইসন ফার্নান্দেজ এআইএফএফের বর্ষসেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কার জিতে নিলেন। এদিকে মহিলাদের বিভাগে শ্রীভূমি ফুটবল দলের ডিফেন্ডার তোইজাম চানু এই পুরস্কার জেতেন।
বর্ষসেরা কোচ খালিদ
বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হলেন খালিদ জামিল, এক্ষেত্রে তার ধারে কাছে যে কেউ নেই, সেকথা বলাই বাহুল্য। আইএসএলের সেমিফাইনালে দলকে তোলার পর জামশেদপুর এফসিকে কোচিং করিয়ে খালিদ জামিল সুপার কাপের ফাইনালেও দলকে তুলেছেন। এফসি গোয়ার ম্যানোলো মার্কুয়েজের সঙ্গে তাঁর শনিবার ফুটবল মস্তিস্কের লড়াই হতে চলেছে। শ্রীভূমি মহিলা ফুটবল দলের কোচ সুজাতা কর বর্ষসেরা মহিলা কোচের পুরস্কার পেয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।