সবুজ-মেরুনে ফিরলেন কিয়ান নাসিরি। তরুণ ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করল মোহনবাগান। শেষমেশ প্রত্যাশামতোই সবুজ-মেরুনে প্রত্যাবর্তন ঘটল কিয়ান নাসিরির। কলকাতার ছেলে, প্রাক্তন বাগান খেলোয়াড় কিয়ান এক বছর পর আবার ফিরলেন মোহনবাগান এসজিতে। আগেই জোর গুঞ্জন তৈরি হয়েছিল। তাঁর মোহনবাগানে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। আর এবার সেটাই সত্যি হয়েগেল।
প্রসঙ্গত, ইরানি বংশোদ্ভূত ভারতীয় ফুটবলার জামশিদ নাসিরির ছেলে কিয়ান। তাঁর ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল মোহনবাগান অ্যাকাডেমি থেকেই। সেখান থেকে উঠে এসে সিনিয়র দলে সুযোগ পেয়ে নিজের প্রতিভার প্রমাণ রেখেছিলেন।
কিয়ানের ফুটবল জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত আসে আইএসএল ২০২১-২২ মরশুমে, যখন তিনি এটিকে মোহনবাগানের হয়ে ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে ৩-১ গোলে জিতিয়েছিলেন। সেই ম্যাচেই নজর কাড়েন ফুটবলপ্রেমীদের। গত মরশুমে নিয়মিত খেলার সুযোগের জন্য তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ান এফসিতে যোগ দেন। সেখানে এক বছর কাটিয়ে এবার আবার নিজের পুরোন ক্লাবে ফিরলেন।
আশিক কুরুনিয়ান বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ায়, মোহনবাগান দলে কিয়ানের জন্য জায়গা তৈরি হয়। এরপরই তিনি মোহনবাগানের সঙ্গে তিন বছরের চুক্তি করেন। চুক্তি সই করার পর আবেগতাড়িত কিয়ান বলেন, ‘আবার কলকাতায় ফিরে খুব ভাল লাগছে। যদি সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা দিয়ে প্রমাণ করতে চাই যে আমি তৈরি। মোহনবাগানেই আমার পেশাদার ফুটবল জীবন শুরু, তাই এই ক্লাবের প্রতি একটা আলাদা টান রয়েছে।’ কিয়ান আরও বললেন, ‘সুযোগ পেলে আবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।’
এখন দেখার বিষয়, হোসে মোলিনার কোচিংয়ে তারকাখচিত মোহনবাগান দলে কিয়ান কতটা সুযোগ পান এবং নিজের দক্ষতা দিয়ে কীভাবে নিয়মিত জায়গা তৈরি করতে পারেন নতুন মরশুমে।